শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটে রাজ্যে আসন বন্টনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকে হতে চলেছে কংগ্রেস ও সিপিএমের মধ্যে। বৃহস্পতিবার বহরমপুরে এই বৈঠক করতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যদিও শেষপর্যন্ত বৃহস্পতিবার এই বৈঠক হবে কিনা বা কোথায় হবে সেসম্পর্কে দু"তরফের কেউ কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মঙ্গলবার বহরমপুরে বামেদের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের ধোঁয়াতে অসুস্থ হয়ে মৃত্যু হয় আনারুল ইসলাম নামে ডোমকলের এক বাম সমর্থকের। মৃতের পরিবারকে সমবেদনা জানানোর জন্য সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ওই কর্মীর বৃহস্পতিবার বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে এই মুহূর্তে নিজের পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বহরমপুর শহরে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধের পর অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিমের একটি বৈঠক বহরমপুর টাউন ক্লাবে হতে পারে। বৈঠকে আসন রফার দিকটি চূড়ান্ত হওয়ার কথা। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী লোকসভা নির্বাচনে এই রাজ্যে "একলা চলার" কথা ঘোষণা করে দিয়েছেন। সেক্ষেত্রে এই রাজ্যে বাম এবং কংগ্রেস কতগুলো আসনে লড়াই করে সেদিকে এখন সকলের নজর।
সূত্রের খবর -গোটা রাজ্যের আসন বন্টন চূড়ান্ত করা সম্ভব না হলেও মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের মধ্যে কে কোন আসনে লড়বে তা চূড়ান্ত হয়ে যাবে আগামীকালকের বৈঠকে। বাম এবং কংগ্রেস সূত্রের খবর, প্রণব মুখার্জী জঙ্গিপুর লোকসভা আসন থেকে জেতার আগে ওই কেন্দ্রটি বামেদের দখলেই ছিল। তাই বামেদের সঙ্গে জোট হলে এবছর কংগ্রেসের তরফ থেকে ওই আসনটি ফের বামেদেরকেই ছেড়ে দেওয়া হতে পারে। তবে মুর্শিদাবাদ এবং বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন কংগ্রেস প্রার্থীরা। ২০০৪ এবং ২০০৯ লোকসভা নির্বাচনে ওই আসন থেকে জয়ী হন কংগ্রেসের মান্নান হোসেন। অন্যদিকে গত ৫ টি লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে জয়ী হয়েছেন অধীর চৌধুরী।
যদিও সম্ভাব্য এই বৈঠক নিয়ে চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে বাম এবং কংগ্রেসের তরফ থেকে। কিন্তু শেষপর্যন্ত আদৌ কি বৈঠক হবে? যা নিয়ে সিপিএম এবং কংগ্রেস উভয়ের বক্তব্যে তৈরি হয়েছে সন্দেহ। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন,"আগামীকাল মহম্মদ সেলিমের সাথে অধীর চৌধুরীর কোনও বৈঠকের খবর আমাদের কাছে এখনও পর্যন্ত নেই।"
জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন," গোটা বিষয়টি গুজব। পরিকল্পিত ভাবে কোনও একটি মহল থেকে কাল্পনিক এই বৈঠকের কথা রটিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার অধীর চৌধুরীর বেশ কয়েকটি পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে মহম্মদ সেলিমের সঙ্গে কোনও বৈঠক নেই।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
ট্রেনের ধাক্কায় কেটে গিয়েছিল পা, অ্যাম্বুলেন্স আহত সারমেয় পৌঁছল হাসপাতালে, হল অপারেশন...
জেলা সদর চুঁচুড়ার ত্রাস "ভোলা", লাঠি হাতে পাহারায় ব্যবসায়ীরা...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...